তাসনিয়া ফারিণের ‘অসময়’ আজ সন্ধ্যায়
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি’র ওয়েব ফিল্ম ‘অসময়’ আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। তাকে ঘিরেই এগিয়েছে কাহিনি। রয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশও।
এর আগে, পহেলা জানুয়ারি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর ৯ জানুয়ারি অসময়-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। বাবা-মা-ভাইকে নিয়ে বেশ টানা পোড়েনের মাঝেই দিন কাটায়। এর মাঝে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে একসময় জেলখানায় যেতে হয় তাকে। আর এ নিয়েই পরিবারে নেমে আসে কালো ছায়া। পাশাপাশি দেখানো হয়েছে উচ্চবিত্তদের জীবন যাত্রাও।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এদিন সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের প্রায় অভিনয়শিল্পীরা।
নির্মাতা কাজল আরেফিন অমি সময় সংবাদকে বলেন, আসলে আমাদের সমাজে এমন অনেকে আছেন যারা ওপরে অনেক সুন্দর জামাকাপড় পরে থাকে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তবে তাদের ভেতরটা কালো। তারা হয়ত ময়লাস্তূপে বসবাস করে নিজেকে ফিটফাট বোঝাতে চায়। আমাদের সমাজে এই ধরনের শোঅফ অনেক বেশি চলে। মূলত তারা ওপরে একরকম, ভেতরে আরেকরকম। আর এই ফিলোসফি থেকেই ‘অসময়’র পোস্টারটি তৈরি করা।