৪৮ বছরে মারা গেলেন এই তামিল খল অভিনেতা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তামিল খল অভিনেতা ড্যানিয়েল বালাজি। মৃত্যুকালে তাঁর বয়স ৪৮ হয়েছিল বছর।
জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২৯ মার্চ) বুকে ব্যথার নিয়ে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মধ্যরাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ড্যানিয়েল বালাজির শেষকৃত্যয়ের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পুরাসাইওয়ালকামের বাসভবনে।
মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু ড্যানিয়েল বালাজির। ‘মাধাথিল’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক। তামিল সিনেমাতে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত তাঁকে। একের পর এক ছবিতে দুরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছিলেন ড্যানিয়েল বালাজি। গৌতম মেনন ও সুরিয়া-জ্যোতিকার ‘কাখা কাখার’ সিনেমাটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
পরবর্তী সময়ে তিনি ‘বিধি মাধি উল্টা’, ‘পোলাধবন’-সহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালয়ালম, তেলেগু ও কন্নড় সিনেমাতেও কাজ করেছেন। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল বালাজি। কমল হাসানও ব্যক্তিগতভাবে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন।