পেপার রাইম ব্যান্ডের ভোকালিস্ট আহমেদ সাদ আর নেই
পেপার রাইম ব্যান্ডের ভোকালিস্ট আহমেদ সাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন তিনি। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাদ।
একটি ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন লেখক ও সাংবাদিক হক ফারুক। তিনি বলেন, ‘আমি নিজেও সাদ ভাইয়ের গানের অত্যন্ত ফ্যান। বাংলাদেশে যত জন মিষ্টি গলার ব্যান্ড শিল্পী রয়েছেন তাদের মধ্যে সাদ ভাই একজন। তিনি বাংলা রক মিউজিকে মেলোডিয়াস কণ্ঠের জাদুকর ছিলেন।’
নব্বই দশকে মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় ব্যান্ড পেপার রাইম। শিল্পী হিসেবে খ্যাতি পান আহমেদ সাদ। নিজেদের ব্যান্ডের নামেই ছিল অ্যালবামটি। যেখানে ছিল জনপ্রিয় ‘অন্ধকার ঘরে’, ‘আকাশের কী রং’, ‘এলোমেলো’ প্রভৃতি গানগুলো। এর মধ্যে ‘অন্ধকার ঘরে’র মত গানের জন্য ৯০ এর দশকের শ্রোতাদের কাছে পরিচিতি ছিলেন এই গায়ক।
সাদের স্কুলজীবনের বন্ধু ও পেপার রাইম ব্যান্ডের সদস্য অনিন্দ্য কবির অভিক জানান, অনেক বছর ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিল সাদ। মাঝখানে কিছুটা ভালো হলেও কয়েক মাস আগে ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, তিন দিন আগে সাদের হার্ট অ্যাটাক হয়, তখন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে আবারও হার্ট অ্যাটাক হয় তার। পরে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার সাদের দাফন হতে পারে জানিয়ে অভিক বলেন, পারিবারিকভাবে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।