ঈদের দিন এনটিভিতে যা দেখবেন...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী সেই আয়োজনে ঈদের দিন এনটিভিতে প্রচার হবে তিনটি একক নাটক, একটি ধারাবাহিক নাটক ও একটি টেলিফিল্ম।
ঈদ উল আজহা’র ১ম দিন সকাল ১০টা ৫ মিনিটে দেখবেন বাংলা ছায়াছবি ‘গলুই’। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলীক। অভিনয় করেছেন শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুব্রত, আলীরাজ, আজিজুল হাকিম, সমু চৌধুরী প্রমূখ।
দুপুর ২ টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বকুলের লটারী’। মানবের রচনায় এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। অভিনয় করেছেন সোহেল মন্ডল, সামিরা খান মাহী, মাসুম বাশার, মিলি বাশার প্রমূখ।
বিকেল ৪ টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি ‘নবাব’। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দেব মুখার্জী। অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমূখ।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বিষ দাঁত’। বৃন্দাবন দাসের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, শাহনাজ খুশী, প্রাণ রায়, জয়রাজ, মৃণাল দত্ত প্রমূখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘গুড বাই’। এম রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শহীদ উন নবী। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাফা কবীর, রকি খান, শিল্পী সরকার অপু প্রমূখ।
রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘লেগুনা প্রেম’। বিদ্যুৎ রায়ের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সাদিয়া আয়মান, আশরফুল আশীষ, দোলা প্রমূখ।
রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘গ্রামের ভাইরাল বউ’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলী, শেলী আহসান প্রমূখ।
ঈদের দিন এনটিভিতে প্রচারের পর তিনটি একক নাটক, একটি ধারাবাহিক নাটক ও একটি টেলিফিল্ম পরবর্তীতে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।