সেন্সরে আটকা কঙ্গনার ‘ইমার্জেন্সি’, যা বললেন অভিনেত্রী
আইনি জটিলতায় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাচ্ছে না কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমা। ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে আপাতত সিনেমা মুক্তির ওপর স্থগিতাদেশ বহাল রয়েছে।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, আমার পরিচালিত সিনেমা মুক্তির সময় পিছিয়ে গিয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি এখনও। সিনেমাটি আগামীতে কবে মুক্তি পাবে, তা জানিয়ে দেওয়া হবে। বিষয়টা বোঝার জন্য এবং ধৈর্য ধরার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’
সিনেমাটি বেশ কিছুদিন ধরেই বিতর্কে জড়িয়ে পড়েছে। এটি নিয়ে কয়েকটি শিখ গোষ্ঠী প্রতিবাদ জানান ট্রেলার মুক্তির পর থেকেই। ফলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সবুজ সংকেত আটকে যায়। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২১ মাসের জরুরি অবস্থা জারি করা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
এর আগে কঙ্গনা জানিয়েছিলেন যে, তাঁর রাজনৈতিক সিনেমাটি এখনও সিবিএফসি থেকে প্রশংসাপত্রের অপেক্ষায় রয়েছে। ইমার্জেন্সি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে রটলেও কঙ্গনা জানিয়েছিলেন, সিনেমার শংসাপত্র স্থগিত রয়েছে।
ইমার্জেন্সি সিনেমাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। সিনেমাতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের এবং প্রয়াত সতীশ কৌশিক।
সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। এই সিনেমা শিখ ধর্মের অনুসারীদের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেন ভারতীয় শিরোমণি অকালি দলের।