পর্দার প্রথম ‘জুলিয়েট’ আর নেই
পর্দার প্রথম ‘জুলিয়েট’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন। ২৭ ডিসেম্বর লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
১৯৬৮ সালে মুক্তি পায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। মাত্র ১৫ বছর বয়সে এই সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান অলিভিয়া হাসি। জুলিয়েট চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে তিনি এই পুরস্কার জেতেন। অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। পুরস্কার পায় চিত্রগ্রহণ ও কস্টিউম বিভাগে।
১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম অলিভিয়ার। সাত বছর বয়সে লন্ডন গিয়েছিলেন তিনি। পরিচালক ফ্রাংকো জেফিরেলি একটি নাটকের প্রদর্শনীতে প্রথম অলিভিয়াকে দেখে তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ‘রোমিও’ চরিত্রটি করেছিলেন লিওনার্ড হোয়াইটিং। তাঁর বয়স ছিল তখন ১৬ বছর।
ছবিটি অলিভিয়ার ক্যারিয়ারে ভূমিকা রাখলেও বিতর্কও হয়েছিল বেশ। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে মামলা করেছিলেন অলিভিয়া ও লিওনার্ড। তাঁদের দাবি ছিল, ছবিটির শুটিংয়ে চাপ দিয়ে দুজনকে নগ্ন দৃশ্যে অভিনয় করানো হয়েছিল। ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছিলেন তাঁরা। যদিও গত বছর মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
অলিভিয়া সর্বশেষ ২০১৫ সালে ‘সোশ্যাল সুইসাইড’ সিনেমাতে অভিনয় করেছিলেন।