চিত্রনায়িকা অঞ্জনা আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা অঞ্জনা রহমান (৭৬) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত ১.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, শনিবার সকাল ১১টায় এফডিসিতে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হবে।
গেল বছরের ২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল। পরে চিকিৎসকরা জানান, তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার।
অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দু‘বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে আসার আগে একজন নামী নৃত্যশিল্পী ছিলেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দু‘বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।