৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন (১১ জ্যৈষ্ঠ) উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নজরুল কনসার্ট ২০২৫’। ৩১ মে বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউতে শুরু হবে এই আয়োজন, চলবে রাত পর্যন্ত।
অংশ নিচ্ছে দেশের শীর্ষ ১০ ব্যান্ড—সোলস, আর্ক, ওয়ারফেজ, শিরোনামহীন, দলছুট, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর। তারা পরিবেশন করবে নজরুলের কালজয়ী উদ্দীপনামূলক গান। থাকবে কবিতার আবৃত্তিও।
একইদিন প্রকাশিত হবে ব্যান্ডগুলোর গাওয়া গান নিয়ে বিশেষ অ্যালবাম। এতে থাকছে ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’সহ নজরুলের ১০টি গান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।
গানগুলোর সুর ও বাণী অক্ষুণ্ণ রাখতে কাজ করেছেন নজরুলসঙ্গীত পণ্ডিত ইয়াকুব আলী খান। শ্রোতারা গানগুলো শুনতে পারবেন ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে।
দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন বিনামূল্যে।