পার্থ–নওবার ‘শেষ চিঠি’
ভালোবাসা, ভাঙাগড়া আর ত্যাগের কাহিনি নিয়ে আসছে নতুন নাটক ‘শেষ চিঠি’। গল্প লিখেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান, পরিচালনা করেছেন সাদনান রনি। এই নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও নওবা তাহিয়া।
উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই নাটকটি সম্পর্কের টানাপোড়েন, আত্মত্যাগ আর ভালোবাসার আবেগঘন গল্প তুলে ধরবে।
পরিচালক সাদনান রনি বলেন, শফিক রিয়ানের সঙ্গে এটি তার প্রথম কাজ। গল্পকে নাটকে রূপ দেওয়ার অভিজ্ঞতা আনন্দের, আর শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগ ছুঁয়ে যাবে বলে আশা রাখছেন তিনি।
অভিনেতা পার্থ শেখ বলেন, এই নাটক তার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। আমাদের চারপাশের পারিবারিক গল্প বলেছে ‘শেষ চিঠি’, যা দর্শকেরাও নিজেদের জীবনের প্রতিফলন হিসেবে খুঁজে পাবেন।
অভিনেত্রী নওবা তাহিয়া জানান, তিনি নাটকে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। সহজবোধ্য অথচ আবেগঘন এই কাহিনি দর্শকদের জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠবে বলেই তার বিশ্বাস।
নাটকের চিত্রগ্রাহক ইমাদ ইমরান। পার্থ ও নওবা ছাড়াও অভিনয় করেছেন শেখ স্বপনা, মো: মনিরুল ইসলাম মনির, ফারুক আল ফারাবী ও নুসরাত জাহান নিসা।

বিনোদন ডেস্ক