রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ে ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এ তারকা। মাঝেমধ্যেই তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে।
সম্প্রতি এক রিল ভিডিওতে ব্রাইডাল লুকে দেখা গেছে অপুর নতুন রূপ। কানে দুল, খোপায় সাদা ফুল আর চুমকি কাজ করা পোশাকে তাকে দেখে ভক্তরা অভিভূত হয়েছেন। ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’
কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজন লিখেছেন, ‘অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’
প্রসঙ্গত, অপু বিশ্বাস এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মধ্য দিয়ে পরিচিত পান। এতে তিনি জুটি বাঁধেন শাকিব খানের সঙ্গে। পর্দায় তাঁদের রসায়ন দর্শক এতটাই পছন্দ করেছিল যে, এই জুটি সত্তরটিরও বেশি চলচ্চিত্র জুটি বাঁধেন। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন।

বিনোদন ডেস্ক