শাকিব আবারও বাবা হচ্ছেন? জানেন না অপু
প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পার হতে না হতেই আবারও মা হতে যাচ্ছেন শবনম বুবলী—এমন গুঞ্জনে সম্প্রতি উত্তাল শোবিজ অঙ্গন। গুঞ্জন যখন চূড়ায়, তখন সাংবাদিকদের প্রশ্নে সরাসরি না গিয়ে রহস্যময় জবাব দিলেন তিনি, যা আগ্রহ আরও বাড়িয়েছে।
গত বছরের শেষদিকে ছেলেকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তখন থেকেই নানা আলোচনা চলছে।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বুবলী। দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে, গতকাল একটি ইভেন্টে অংশ নেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাঁকে প্রশ্ন করেন, শাকিব খান নাকি বাবা হচ্ছেন! বুবলীকে ঘিরে চলা এই গুঞ্জন নিয়ে তিনি কী জানেন?
প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়েই অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’
এখানেই থামেননি তিনি। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, ‘কাজের কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’

বিনোদন ডেস্ক