ঢাকায় ঝালমুড়ি খেলেন ও রিকশায় চড়লেন হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে ইতোমধ্যেই মাত করেছেন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে হানিয়া ঝড়।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় অবতরণের পর থেকেই তাকে নিয়ে উচ্ছ্বাস চরমে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আহসান মঞ্জিলে ঘুরতে যান তিনি। হালকা বেগুনির ওপর কাজ করা সালোয়ারে নজর কাড়েন এই তারকা। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান।
সামাজিক পাতায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হানিয়া-রাফসান একসঙ্গে ফুচকা, ঝালমুড়ি, মাটির কাপে দুধ চা উপভোগ করছেন। এমনকি ঢাকার স্বাদ নিতে রিকশায় চড়তেও ভোলেননি তারা। আহসান মঞ্জিলের সিঁড়িতে তোলা হানিয়ার কয়েকটি ছবি ইতোমধ্যেই ঝড় তুলেছে ইনস্টাগ্রামে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি অংশ নেবেন বিলাসবহুল শেরাটন হোটেলের এক বিশেষ অনুষ্ঠানে। আর আগামীকাল (২১ সেপ্টেম্বর) থাকছে সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুট। এরপরই অভিনেত্রী ফিরে যাবেন তার নিজ দেশ পাকিস্তানে।

নিজস্ব প্রতিবেদক