হাসপাতালে ভর্তি হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
পাকিস্তানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আকস্মিক অসুস্থতার কারণ এখনও স্পষ্ট নয়। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে তাকে ফ্যাকাশে ও দুর্বল অবস্থায় দেখা গেছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতাল থেকে তোলা তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই উদ্বেগে ভরে যায় অনলাইন প্ল্যাটফর্মগুলো—ভক্তরা মন্তব্য করছেন, ‘হানিয়ার কী হয়েছে?’ অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
‘মুঝে পেয়ার হুয়া থা’ নাটকের এই তারকা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৯০ লাখের বেশি। সম্প্রতি তিনি সীমান্ত পেরিয়ে ভারতীয় পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ৩’-এ দিলজিৎ দোসাঞ্জ-এর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।
শুধু অভিনয় নয়, হানিয়া নিয়মিত ফটোশুট ও কনটেন্ট তৈরিতেও ব্যস্ত থাকেন। নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত।
সম্প্রতি তিনি ঢাকায় এসেছিলেন একটি পণ্যের শুভেচ্ছা দূত হয়ে। ভক্তদের সঙ্গে দেখা করা ও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তাকে দেখা গেছে দেশের জনপ্রিয় ফুড ভ্লগার রাফসান দ্য ছোটভাই-এর একাধিক ভ্লগেও।
বর্তমানে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন হানিয়া বা তার টিমের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসার জন্য।