শাকিবের পর সিয়ামের নায়িকা হচ্ছেন সাবিলা

সিয়াম ও সাবিলা। ছবি : ফেসবুক থেকে নেওয়া
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল সাবিলা নূরের। সেই অভিজ্ঞতার পর এবার তাকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে।
মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’-এর পর নতুন সিনেমা নির্মাণে নামছেন। নাম ‘রাক্ষস’। এতে আগেই নিশ্চিত করা হয়েছিল সিয়ামকে। তার নায়িকা হিসেবে আসছেন সাবিলা নূর।
পরিচালক হৃদয় জানিয়েছেন, আগামী ২ অক্টোবরের মধ্যে নায়িকা ঠিক করা হবে।
দীর্ঘদিন ধরে অফস্ক্রিনে বন্ধুত্ব রয়েছে সিয়াম-সাবিলার। নাটকে একাধিকবার একসঙ্গে কাজ করলেও বড়পর্দায় এবারই প্রথমবার তাদের দেখা যেতে পারে জুটি হয়ে।
‘রাক্ষস’ হবে পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী একটি কাজ। দেশ ও বিদেশ মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে শুটিং। প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রডাকশন। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পটি।