আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি: সাবিলা নূর

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহতের সংখ্যা হয়েছে ১৭১ জন। স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও।
দেশের এমন মর্মান্তিক এ ঘটনায় হতাতহ সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর।
গতকাল সোমবার (২১ জুলাই) সাবিলা নূর তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে লিখেছেন, আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।