কেন ক্ষুব্ধ রিপন মিয়া? কী ঘটেছিল তাঁর পরিবারের সঙ্গে?
পরিবারের ব্যক্তিগত পরিসরে অনুমতি ছাড়াই প্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন কনটেন্ট নির্মাতা রিপন মিয়া। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, সকালে কয়েকজন টিভি সাংবাদিক কোনো অনুমতি না নিয়েই তাঁর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভিডিও করতে থাকেন। পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি নেননি বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টে রিপন লেখেন, ‘আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।’
ঘটনার বর্ণনায় তিনি আরও লেখেন, ‘আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তাঁরা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তাঁরা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।’
শেষে রিপন লিখেছেন, ‘টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজ যাঁরা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন।’
নেত্রকোনা সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সালের একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে পরিচিতি পান। বর্তমানে ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ১৮ লাখের বেশি।

বিনোদন ডেস্ক