সিসিইউতে অভিনেত্রী তমা মির্জার মা, ভক্তদের কাছে চাইলেন দোয়া

অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সিসিইউ (CCU)-তে ভর্তি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের অসুস্থতার খবর ভক্তদের জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
হাসপাতালের একটি ছবি প্রকাশ করে তমা মির্জা তাঁর পোস্টে লেখেন, “আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।”
অভিনেত্রীর মায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে অনেকেই মায়ের অসুস্থতার কারণ জানতে চেয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে এই মুহূর্তে অভিনেত্রী কোনো মন্তব্যের উত্তর দেননি।
উল্লেখ্য, তমা মির্জাকে সবশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমায়। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আফরান নিশো। এছাড়াও সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ ছিলেন এই ছবিতে। এই কঠিন সময়ে অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছেন।