পুত্র সন্তানের বাবা হলেন নির্মাতা তপু খান
পরিবারের সঙ্গে নির্মাতা তপু খান। ছবি : ফেসবুক থেকে নেওয়া
নাটক ও চলচ্চিত্র পরিচালক তপু খানের ঘরজুড়ে ফুটল নতুন আনন্দের আলো। জন্ম নিয়েছে তাঁর দ্বিতীয় সন্তান, নাম ইজহান ফাহির খান। সোমবার সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় সে। নবজাতকের মা রাজিয়া সুলতানা ও শিশুটির সুস্থতার কথা পরিবার নিশ্চিত করেছে।
এক যুগ ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তপু খান। এরই মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও তাঁর সক্রিয় উপস্থিতি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর নির্মিত আলোচিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব খান ও শবনম বুবলীর অভিনয়ে সে সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়।
নতুন সন্তানের আগমনে আনন্দে ভাসছে তপু খানের পরিবার। সন্তানের মুখ দেখে নতুন যাত্রার স্বপ্ন দেখছেন এই নির্মাতা।

বিনোদন ডেস্ক