কৃতির চেয়ে ৮ বছরের ছোট তাঁর প্রেমিক
প্রেম নিয়ে আর আড়াল নয়—এবার একেবারে খোলামেলা ভালোবাসায় ভেজা ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। দীর্ঘদিন ধরে মডেল ও ফিটনেস ট্রেইনার কবীর বাহিয়ার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চলছিল। এবার আবুধাবিতে ‘ইউএফসি ৩২১’ ইভেন্টে একসঙ্গে দেখা গেল এই জুটিকে।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়েছেন কৃতি। সেখানে ‘ভেড়িয়া’ সহ-অভিনেতা বরুণ ধাওয়ানকেও পাওয়া গেল তার পাশে। একটি ফ্রেমে কবীরের সঙ্গে সেলফিতে হাসিমুখের কৃতি, আরেকটিতে বরুণের সঙ্গে পোজ।
ইভেন্টে কৃতির ছিল ডেনিমের সঙ্গে জ্যাকেট ও কালো টপ। বরুণ ছিলেন মেরুন চামড়ার জ্যাকেট ও ট্রাউজারে। আর কবীরের পরনে ছিল সাদা টি-শার্ট, গোলাপি জ্যাকেট ও ডেনিম।
ছবিগুলোর ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘আবুধাবিতে ফাইট নাইটের এনার্জি। এই দুজনের সঙ্গে ইউএফসি ৩২১-এর উন্মাদনা প্রত্যক্ষ করতে পেরে রোমাঞ্চিত।’ পোস্টে কবীর দিয়েছেন গ্লাভস ও লাল হৃদয়ের ইমোজি। এক মন্তব্যে ভক্ত লিখেছেন—‘একসঙ্গে খুব ভালো লাগছে দেখতে।’
কবীর–কৃতিকে বিদেশে আগে একাধিকবার দেখা গেছে। গত জুলাই লন্ডনের লর্ডসে ভারত–ইংল্যান্ড টেস্ট ম্যাচ, দুবাইয়ে পারিবারিক বিয়ে, ক্রিসমাস উদ্যাপন, এমনকি রাহাত ফতেহ আলি খানের কনসার্টেও ছিলেন পাশাপাশি।
এর আগেও কৃতির নাম জড়িয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। ‘রাবতা’ শুটিংয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে। তবে সেসব এখন অতীত। বর্তমানে তিনি সম্পর্কে কবীরের চেয়ে বয়সে প্রায় আট বছরের বড়।

বিনোদন ডেস্ক