খুলনায় আগে, এক সপ্তাহ পর সারাদেশে : কবে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’?
মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত সিনেমা ‘দেলুপি’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। খুলনায় প্রথম প্রদর্শনী হবে আগামী ৭ নভেম্বর, আর এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে সারাদেশে সিনেমাটি দেখা যাবে।
আজ সোমবার (২৮ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পরিচালক তাওকীর ইসলাম জানিয়েছেন, খুলনায় আগে মুক্তি দেওয়ার কারণ হলো এই অঞ্চলের মানুষ সিনেমাটি প্রথম দেখুক। এছাড়া খুলনার বিভিন্ন সিনেমা হলে এবং কিছু ইউনিয়ন ও গ্রামে দর্শকের সুবিধার্থে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।
সিনেমার দুটি টিজার এবং একটি গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। খুব শিগগিরই ট্রেইলারের মুক্তিও হবে।
সিনেমার নাম ‘দেলুপি’ এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নাম থেকে। এই অঞ্চলের মানুষের জীবন, সম্পর্ক ও বাস্তবতার গল্পকে ভিত্তি করে কাল্পনিকভাবে সিনেমার গল্প তৈরি করা হয়েছে। যদিও গল্পটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনের অনুপ্রেরণায় তৈরি, তা দেশের অন্যান্য এলাকার দর্শকের অনুভূতির সঙ্গেও মিল খুঁজে পাবে।

বিনোদন ডেস্ক