ভালোবাসা, রাজনীতি আর সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘দেলুপি’
মুক্তির আগেই নজর কাড়ছে ‘দেলুপি’ সিনেমা। আজ প্রকাশিত ট্রেইলারে প্রায় পৌনে দুই মিনিটে ফুটে উঠেছে খুলনার প্রত্যন্ত এলাকার জীবন—রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীর সংগ্রাম আর জীবন বদলের গল্প।
সিনেমাটি খুলনায় মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর, ঢাকাসহ সারাদেশে ১৪ নভেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে। পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বড় পর্দায় অভিষেক করছেন এই সিনেমার মাধ্যমে। তার নির্মাণের মূল ভাবনা সাধারণ মানুষের জীবন এবং স্থানীয় অভিনয়শিল্পীদের অংশগ্রহণ।
তাওকীর বলেন, ‘আমি সবসময় গণমানুষের গল্প বলতে চাই। দেলুপি-তেও স্থানীয় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছি।’
সিনেমায় অভিনয় করেছেন খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। টিজারে দেখা গেছে চিরনজিৎ বিশ্বাসকে, যিনি বলেন, ‘এই সিনেমায় অভিনয় করে আমি অনেক কিছু শিখেছি। টিমের সহায়তায় আমার অভিনয় আরও উন্নত হয়েছে।’
নুপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি জানান, ‘দেলুপি-তে অভিনয় আমার জন্য নতুন অভিজ্ঞতা। বড় পর্দায় নিজেকে দেখা স্বপ্নের মতো।’

বিনোদন ডেস্ক