‘দেলুপি’ সিনেমার আজকের আয় যাবে কড়াইলে
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে টানা সোয়া পাঁচ ঘণ্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে। মাথা গোঁজার ঠাঁইহারা মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এই কঠিন মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দেলুপি’র টিম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সারাদেশে প্রদর্শিত ‘দেলুপি’–র সব শোয়ের টিকিট থেকে প্রযোজকের যে অংশের অর্থ পাওয়া যাবে, তা সরাসরি তুলে দেওয়া হবে কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে।
পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ‘কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ। একই সঙ্গে দর্শকদেরও এই মানবিক প্রয়াসে শরিক করতে চাই। আজ যারা দেলুপি দেখবেন, তাদের টিকিটের টাকাই পৌঁছে যাবে কড়াইলের মানুষের কাছে।’
‘দেলুপি’র টিম আরও জানায়, এটি কোনো ক্ষতি পূরণের উদ্যোগ নয়; বরং দুর্যোগে পড়া মানুষদের প্রতি সহমর্মিতা ও একাত্মতার প্রকাশ।
সারা দেশে পাঁচটি প্রেক্ষাগৃহে চলছে ‘দেলুপি’। কড়াইলের এই বিপর্যয়ে সবাইকে একসঙ্গে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেলুপিবাসী।
‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছার দেলুপি ইউনিয়ন থেকে। ওই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে এই কাহিনি।

বিনোদন ডেস্ক