তারেকের পরিচালনায় ডার্ক থ্রিলারে জোভান-পায়েল
 
অর্থের মোহে মানুষ কী না করে! কেউ হালাল পথে চলে, কেউ আবার একটু শর্টকাট খুঁজে নেয়। সেই মোহ, সেই শর্টকাটের গল্প নিয়েই ইউটিউবে আসছে এক অনন্য নির্মাণ—ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’।
তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক ছায়া ও ডার্ক কমেডির নতুন রূপ, যা দর্শকদের চমকে দেবে বলে জানান নির্মাতা।
অভিনয়ে আরও আছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ। নাটকটির চিত্রগ্রাহক সুমন হোসেন, সঙ্গীত পরিচালক সাইদ নাফিস, শিল্প নির্দেশক কামরুজ্জামান সুমন, মেকআপ শিল্পী মাসুদ রানা।
পরিচালক তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে ডার্ক কমেডি থ্রিলার এখনো নতুন ঘরানা। “টাকা” দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দেবে।’
ইউটিউবে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর, জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলে। নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট।

 
                   বিনোদন ডেস্ক
                                                  বিনোদন ডেস্ক
               
 
 
 
