মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ‘ভুল করিনি’ বলছেন কলকাতার এই অভিনেতা
ভারতের টেলিভিশন অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে একের পর এক অভিযোগ। এক উঠতি মডেল দাবি করেছেন, মেসেঞ্জারে বারবার অস্বস্তিকর মেসেজ পাঠিয়েছেন অভিনেতা। প্রকাশ করেছেন কথোপকথনের স্ক্রিনশট ও ঋজুর ব্যক্তিগত নম্বরও।
এর পরই সামনে আসতে শুরু করে আরও অভিযোগ। কয়েকজন মডেল, অভিনেত্রী এমনকি কলেজপড়ুয়া তরুণীরাও একই ধরনের স্ক্রিনশট শেয়ার করেন—যেখানে দেখা যায়, ঋজু তাদের ব্যক্তিগতভাবে মেসেজ করছেন।
বিতর্ক বাড়তেই নিজেকে নির্দোষ দাবি করেন ‘বউ কথা কও’ খ্যাত এই অভিনেতা। ঋজুর ভাষায়, ‘মেয়েদের মেসেজ করে আমি ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন, আমি অশালীন প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন কি আরেকজনকে মেসেজ করতে পারে না?’
তিনি আরও বলেন, অনেকেই তাকে পরামর্শ দিয়েছেন ‘প্রোফাইল হ্যাকড হয়েছে’ বলে বিষয়টি এড়িয়ে যেতে। কিন্তু তিনি মিথ্যা বলতে চান না। তার দাবি, ‘হ্যাঁ, আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু কারও শাড়িতে সুন্দর লাগছে বলাটা কি অন্যায়? মাকে পর্যন্ত বলেছি একই কথা।’
এরই মধ্যে সেই মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঋজু।
অভিনেতার কথায়, গত সাত মাস কোনো ধারাবাহিকে কাজ নেই তার। মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং দ্রুত কাজে ফিরতে চান।

বিনোদন ডেস্ক