পারিসা জান্নাত সেরা নবাগতা অভিনেত্রী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারিসা জান্নাত ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’ সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর মিডিয়ায় পথচলা শুরু করেন। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপন ও নিয়মিত টিভি নাটকে কাজ করেছেন, যেখানে জুটি বেঁধেছেন যাহের আলভির সঙ্গে।
সম্প্রতি বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের সময় পারিসা জানান, “এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। এই স্বীকৃতি আমাকে আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতে আরও ভালো কাজ করে দারুণ কিছু অর্জন করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
মিডিয়ায় শুরুটা কেমন ছিল এমন প্রশ্নে পারিসা বলেন, “মিডিয়া আমার ভালোবাসার জায়গা। সেই অনুভূতি থেকে কাজ শুরু করি। এখন নিয়মিত নাটকে কাজ করছি এবং ভবিষ্যতে সিনেমায়ও কাজ করার পরিকল্পনা রয়েছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও জানান, “যদি বড় পর্দায় ভালো গল্প এবং মানসম্পন্ন কাজের সুযোগ পাই, অবশ্যই আমার দক্ষতা প্রমাণ করতে চাই।” বর্তমানে দর্শকরা অপেক্ষায় আছেন পারিসার পরবর্তী নতুন কাজের।

বিনোদন ডেস্ক