২৮০ কোটির ‘ধুরন্ধর’ : ২.৫ কোটি নিয়েছে অক্ষয় খন্না, রণবীর কত?
বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২৩৩.৮৪ কোটি (গ্রস)। রণবীর সিং, আর. মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খন্নার মতো বড় তারকাদের নিয়ে নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ২৮০ কোটি রুপি।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, সিনেমার প্রোডাকশন বাজেট প্রায় ২৫০ কোটি, যার সঙ্গে মার্কেটিং ও অন্যান্য খরচ যোগ করলে পুরো প্রজেক্টের খরচ দাঁড়ায় প্রায় ২৮০ কোটি রুপি।
সিনেমার লিড অভিনেতা রণবীর সিং এই সিনেমাটির জন্য প্রায় ৩০–৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। আর. মাধবন প্রায় ৯ কোটি, সঞ্জয় দত্ত প্রায় ৮–১০ কোটি এবং অক্ষয় খন্না প্রায় ২.৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অরজুন রাম্পাল এবং সারা অরজুন পেয়েছেন প্রায়১ কোটি করে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, রণবীর সিং পুরো কাস্টের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন।
অদিত্য ধরের পরিচালনায় নির্মিত ‘ধুরন্ধর’-এ পাকিস্তানের লিয়ারি এলাকার গ্যাংস্টারদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গল্প দেখানো হয়েছে। সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে।

বিনোদন ডেস্ক