মধ্যবিত্ত জীবনের টানাপড়েনে ‘কোটিপতি’ নতুন রূপে জোভান-পায়েল
কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনের চাপে আটকে থাকা এক পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কেয়া পায়েলকে।
জোভান ও পায়েলের জুটি দর্শকের কাছে পরিচিত হলেও, এবার তাদের দেখা যাবে ভিন্ন এক প্রেক্ষাপটে। প্রেম কিংবা বিরহ নয়, বরং সংসার, সন্তান এবং স্বামী-স্ত্রীর বাস্তব জীবনের টানাপড়েনই এই নাটকের মূল উপজীব্য।
নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত এই নাটক মুক্তি পাচ্ছে শীত মৌসুমে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ আরও অনেকে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিকাশ সাহা ও শরীফ রানা।
নির্মাতা এস আর মজুমদার জানান, ‘কোটিপতি’ একটি সামাজিক ও পারিবারিক গল্পনির্ভর নাটক, যেখানে ধনী-গরিবের বিভাজন, বাবা-মা, স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের সম্পর্ক মিলেমিশে মধ্যবিত্ত জীবনের হাসি-কান্নার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

বিনোদন ডেস্ক