‘ধুরন্ধর’ সুপারহিট, এখন ‘ডন ৩’ সিনেমা করবেন না রণবীর সিং!
বক্স অফিসে যখন ‘ধুরন্ধর’ থামার নামই নিচ্ছে না, ঠিক তখনই বড় চমক দিলেন রণবীর সিং। আদিত্য ধর পরিচালিত এই সিনেমার বিপুল সাফল্যের মাঝেই ফারহান আখতারের আলোচিত প্রকল্প ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি—এমনটাই দাবি করেছে বিনোদনবিষয়ক গণমাধ্যম পিঙ্কভিলা।
প্রতিবেদন অনুযায়ী, ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই দেশীয় বাজারে ৬০০ কোটি টাকার নেট আয়ের পথে। নববর্ষের ছুটিতে দর্শক সমাগম আরও বাড়ায়, চতুর্থ সপ্তাহেও সিনেমাটির দৌড় অব্যাহত থাকবে বলে ধারণা। পুরো প্রদর্শনী শেষে সিনেমাটির আয় ৭০০ কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এই সাফল্যের আবহেই নিজের পরবর্তী কাজের রূপরেখা নতুন করে সাজিয়েছেন রণবীর।
পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘ধুরন্ধর’-এর পর পরই আবার গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে রাজি নন অভিনেতা। তাই ‘ডন ৩’ আপাতত তাঁর অগ্রাধিকারের তালিকা থেকে সরে গেছে। বরং তিনি সঞ্জয় লীলা বনশালি, অ্যাটলি ও লোকেশ কানাগরাজের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ‘প্রলয়’ সিনেমাতে। জয় মেহেতা পরিচালিত, জম্বি-ভিত্তিক হলেও মানবিক গল্পনির্ভর এই সিনেমার শুটিং নির্ধারিত সময়ের আগেই শুরু করতে অনুরোধ জানিয়েছেন রণবীর। শিডিউল মেলানোর কাজেও তিনি নিজে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘ধুরন্ধর’ মুক্তির পরই রণবীরের ‘ডন ৩’-এর প্রস্তুতি শুরু করার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা পিছিয়ে গেছে। যদিও প্রযোজনা সংস্থা আগেই এই বড় বাজেটের অ্যাকশন সিনেমা নায়িকা হিসেবে কৃতি শ্যাননের নাম চূড়ান্ত করেছে। ইউরোপের একাধিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও ছিল ছবিটির।
এখন প্রশ্ন একটাই—রণবীর সিং সরে দাঁড়ানোর পর, শাহেনশা ও বাদশার উত্তরাধিকার বহন করতে নতুন ‘ডন’ হিসেবে কাকে বেছে নেবেন ফারহান আখতার? আলোচনা আপাতত সেখানেই।

বিনোদন ডেস্ক