বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেল রাব্বানীর ‘আনটাং’
ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। বগুড়ায় তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্মাতা নিজেই।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় গোলাম রাব্বানী বলেন, ‘বগুড়ায় এ ধরনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। এখানে এমন কিছু সিনেমা দেখেছি, যেগুলো বগুড়ার আশপাশের জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত। এটা আশার খবর। দেশের প্রতিটি বিভাগে নিয়মিত এমন উৎসব হলে সিনেমা বানানো, দেখানো ও দেখার নতুন মানুষ তৈরি হবে। সিনেমার লোকাল ব্যবসার সম্ভাবনাও এতে তৈরি হতে পারে। আয়োজকদের ধন্যবাদ।’
এর আগে গোলাম রাব্বানীর প্রথম চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন সম্মাননা পায়। পাশাপাশি তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবেও অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করে।
সর্বশেষ যৌথ প্রযোজনায় নির্মিত ‘নিশি’ চলচ্চিত্রটি গ্রিন অস্কার খ্যাত এমা অ্যাওয়ার্ড অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম কোনো চলচ্চিত্রের এ সম্মান প্রাপ্তির ঘটনা।
এ ছাড়া চলতি বছরে চলচ্চিত্র নির্মাণে আরও দক্ষতা অর্জনের জন্য সানড্যান্স ইনস্টিটিউট থেকে এক বছরের স্কলারশিপ পেয়েছেন গোলাম রাব্বানী।

বিনোদন ডেস্ক