উচ্চ রক্তচাপ : বংশগত ছাড়া আর কী কী কারণ রয়েছে
অনেকেই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব উচ্চ রক্তচাপ বংশগত ছাড়া আর কী কী কারণ রয়েছে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ল্যাব এইড স্পেশালাইজড হসপিটালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. সুমন্ত কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
উচ্চ রক্তচাপে পারিবারিক কারণ ছাড়া আর কী কী কারণ রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, হাইপারটেনশন আসলে কোনও রোগ না। অনেকে এটাকে ডিজিজ বলে থাকে। আসলে হাইপারটেনশন ইজ আ ম্যানিফেস্টেশনস অব আদার ডিজিজেস। মানে প্রেশার হলো অনেকগুলো রোগের প্রেজেন্টেশন। আমাদের যদি ফুসফুসে ইনফেকশন হয়, আমাদের জ্বর হয়, কাশি হয়। জ্বর-কাশি হলো উপসর্গ। দুঃখজনক ব্যাপার হলেও সত্য ৯৫ শতাংশ ক্ষেত্রে হাইপারটেনশন কেন হয়, আমরা জানি না। এই ৯৫ শতাংশ কেস স্টাডি করে দেখা গেছে, পরিবারগত হিস্ট্রি যদি থাকে, মানে পারিবারিকভাবে আমরা পেয়ে থাকি। এ ছাড়া যারা অ্যালকোহল খায়, আমাদের দেশে এই অভ্যাসটা নাই, ইংল্যান্ডে দেখা যায় অহরহ খাচ্ছে। তাদের ক্ষেত্রে আমরা এগুলো পেয়ে থাকি।
ডা. সুমন্ত কুমার সাহা বলেন, লাইফস্টাইল, ওবেসিটি, এটাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি। মোটা মানুষ যদি হয়, তার রক্তে যদি চর্বির পরিমাণ বেশি থাকে, সে যদি স্মোকার হয়, সে যদি অ্যালকোহল খায়; বডির কোনও মুভমেন্ট নেই, আমরা সারা দিন শুয়ে-বসে ফোনে কাজকর্ম সেরে ফেলি, মানে আমাদের বডির কোনও অ্যাকটিভিটি নেই, সে ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো ফিচার মিলে হাই ব্লাড প্রেশার গ্রুপটা হয়। আমরা মেডিকেলের ভাষায় বলি এসেনসিয়াল হাইপারটেনশন। এ ছাড়া বড় একটা গ্রুপ, যেটা ৫ শতাংশ যদিও, এই ৫ শতাংশের ক্ষেত্রে আমরা দেখেছি, অনেকগুলো কারণ রয়েছে।
বাসায় হুট করে প্রেশার বাড়লে কী করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, এটা ডিপেন্ড করবে পেশেন্টের আগে থেকে ব্লাড প্রেশার আছে কি নেই। যদি হাই ব্লাড প্রেশারের রোগী হন... আমরা কিন্তু এখন রোগীকে কাউন্সেলিং করি, এডুকেট করি। এটা আমাদের দেশে অলরেডি প্রচলন হয়ে গেছে এবং সব ডাক্তারই এটা করছে। সে ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে, এটা কি তার প্রথম বার হলো, না কি আগে থেকে ছিল। আমি বলব, আমাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি, আমাদের দৈনন্দিন কার্যকলাপগুলো, খাওয়াদাওয়া, লাইফস্টাইল, মানে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।