একজিমা আসলে কী?
একজিমা ত্বকের রোগ। এ রোগে ত্বক বেশ চুলকায়। এটি দেখতে অনেকটা দাউদের কাছাকাছি। রোগটি আসলে কী এবং এ রোগে কী হয়, এ বিষয়ে কথা বলেছেন ডা. রেজা বিন জায়েদ।
ডা. রেজা বিন জায়েদ বর্তমানে ঢাকার পান্থপথে অবস্থিত স্কিন স্কয়ার চর্মরোগ বিভাগের পরামর্শক। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৭০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
প্রশ্ন : একজিমা কী?
উত্তর : একজিমা ত্বকের রোগ। এটি বেশ চুলকায়। কালো হয়ে যায়। অতিরিক্ত চুলকানোর কারণে ক্ষত তৈরি হতে পারে এবং রক্ত বের হতে পারে। একজিমা অনেকটা টিনিয়া বা দাউদের কাছাকাছি। টিনিয়ার ক্ষেত্রে বর্ডার উঁচু থাকে। মাঝখানের দিকে খালি থাকে, তবে একজিমার ক্ষেত্রে এটি থাকে না।