একজিমা হয়েছে, কীভাবে বুঝবেন?
একজিমা ত্বকের একটি রোগ। এ রোগে ত্বক চুলকায়। একজিমার লক্ষণের বিষয়ে কথা বলেছেন ডা. রেজা বিন জায়েদ।
ডা. রেজা বিন জায়েদ বর্তমানে ঢাকার পান্থপথে অবস্থিত স্কিন স্কয়ার চর্মরোগ বিভাগের পরামর্শক। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৭০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
প্রশ্ন : রোগের ধরন দেখে কি বোঝার কোনো উপায় রয়েছে রোগটি কী? কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি বলে আপনি মনে করেন?
উত্তর : একজিমা দীর্ঘদিন থাকে। অথবা মাঝেমধ্যে অ্যাটাক করছে, আবার ছেড়ে দিচ্ছে। এটি প্যাঁচ হিসেবে আসে। এটি মুখে ও হাতে-পায়ে অনেক সময় আসে। অনেক সময় পিঠে বা পেটে আসতে পারে। প্রথমে শুরু হয় চুলকানো থেকে। তবে একজিমার কতগুলো বয়স রয়েছে। যেমন : চাইল্ডহুড একজিমা। বাচ্চাদের একজিমা। এটি আবার বয়স অনুযায়ী হয়। সাধারণত জন্মের পরে কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত হয়। দুই বছরের পর থেকে ছয় বছর পর্যন্ত আরেক ধরনের। পরে ১২ বছর বয়স পর্যন্ত আরেক ধরনের। একজিমার এই ভেদটা বড়দের একজিমা থেকে ভিন্নরকম। বাচ্চাদের একজিমা সাধারণত মুখে বেশি হয়। কিন্তু বড়দের ক্ষেত্রে মুখে একেবারে হয় না। বরং হাতে-পায়ে বেশি হয়। এ জন্য এর রকমভেদ রয়েছে বয়স অনুযায়ী।
একজিমার উপসর্গ হলো, চুলকানো। তারপর আস্তে আস্তে ওই জায়গা শুষ্ক হয়, খুশকির মতো কিছু বাড়তি চামড়া থাকে। এর ওপর চুলকাতে চুলকাতে একসময় দেখা যায়, কালো রং ধরছে। অথবা লাল রং ধরে যাচ্ছে। চামড়ার পুরুত্ব বাড়তে থাকে। উঁচু হতে থাকে। সহজেই এটি ভালো হতে চাচ্ছে না এমন।