কণ্ঠনালির ক্যানসারের চিকিৎসা পদ্ধতি
অনেকে কণ্ঠনালির ক্যানসারে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে কণ্ঠনালির ক্যানসারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কণ্ঠনালির ক্যানসারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে ক্যানসার বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কোন অবস্থায় ক্যানসার রয়েছে, এটা আপনারা কীভাবে বুঝতে পারেন? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, আমাদের গলার স্বরযন্ত্রের কয়েকটা পার্ট আছে। যখন একটা পার্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা বলছি আমরা ভোকাল কর্ড, ভোকাল কর্ডের মধ্যে যদি এটা সীমাবদ্ধ থাকে, তখন আমরা আরলি স্টেজ বলছি। ভোকাল কার্ড দুপাশে দুরকম থাকে। একটা কর্ডে ইনভলভ হওয়া, আরেকটা কর্ডে ইনভলভ হয়েছে কি না, তা ছাড়া এর আশেপাশের সে স্ট্রাকচারগুলো রয়েছে, সেই স্ট্রাকচারের মধ্যে ছড়িয়ে গেছে কি না, তখন আমরা স্টেজ টু বা থ্রি বলি। আবার যখন লিমনোরস, লিমনোরসে ছড়িয়ে গেছে কি না, এটা আমরা সিটি স্ক্যানের মাধ্যমে দেখতে পারি। লিমনোরস এনলার্জ বা বড় হয়েছে কি না, এক সেন্টিমিটারের চেয়ে বেশি হয়েছে কি না। যদি হয়, তাহলে অনুমান করি ছড়িয়ে যেতে পারে। এই স্টেজের ওপর চিকিৎসা নির্ভর করে। স্টেজিংটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে কোন পর্যায়ে ক্যানসারটা আছে।
কী ধরনের চিকিৎসা রয়েছে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, যদি প্রাথমিক পর্যায়ে আসে, একদম প্রাথমিক পর্যায়ে, ভোকাল কর্ডের মধ্যে ছোট্ট একটা লেশন আছে, তাহলে আরলি স্টেজ বলছি। সেটা লেজার সার্জারির মাধ্যমে অপারেশন করে আমরা টিউমারটা ফেলে দিতে পারি। সেটা আমাদের দেশে খুব কম পাই আমরা। কিন্তু সেকেন্ড বা থার্ড স্টেজে যখন আসে, তখন অপারেশনের রোল অনেকখানি কমে যায়। কমে যায়, তার মানে এই না যে রোগী ভালো হবে না। বিকল্প চিকিৎসা ব্যবস্থাও আছে। সেটা কী, সেটা হচ্ছে রেডিওথেরাপি। যেটি রেডিয়েশন প্রডিউস করে। কিছু কিছু ক্যানসার আছে, যেটা রেডিওথেরাপির মাধ্যমে পুরোপুরি ভালো করা সম্ভব। তার মধ্যে ভোকাল কর্ড ক্যানসার একটা। যে জায়গায় রোগটা আছে, সিটি স্ক্যান করে আগে লোকেশন করি। লোকেশন করার পর রোগটা কোথায় কোথায় আছে তা ড্র করি এবং কম্পিউটারকে বলে দিই তুমি এখানেই থেরাপি দেবে।
ডা. লুবনা মরিয়ম যুক্ত করেন, পেছনে আমাদের স্পাইনাল কর্ড আছে, এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পাইনাল কর্ডকে কোনও ভাবেই ইনজুরি করা যাবে না। কম্পিউটারকে ওটাও বলে দিতে হয় যে তুমি কিন্তু স্পাইনাল কর্ডকে কোনও ক্ষতি করবে না।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।