কম বয়সে ফ্যাটি লিভারে মৃত্যুর ঝুঁকি, প্রতিকার কী
ফ্যাটি লিভার মানে চর্বিযুক্ত লিভার। ফ্যাটি লিভার থেকে বিভিন্ন ধরনের জটিল সমস্যা হতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ফ্যাটি লিভার ও এর প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফ্যাটি লিভার ও এর প্রতিকার সম্পর্কে বলেছেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
বর্তমানে ফ্যাটি লিভার রোগীর সংখ্যা বাড়ছে। এখন দেখা যায় কম বয়স যাদের, আট, নয় বা দশ বছর বয়সিদেরও ফ্যাটি লিভার হচ্ছে। এর কারণ কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদুল হক বলেন, হ্যাঁ, শিশুদেরও ফ্যাটি লিভার ধরা পড়ছে। কেননা আজ আমরা দেখছি অর্থনৈতিক সামর্থ্য, প্রবৃদ্ধি, ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে আমাদের রুচিবোধের পরিবর্তন হচ্ছে। এর ফলে যেটি হচ্ছে, আমরা মা-বাবা যারা রয়েছি, তারা শিশুদের আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য এবং আমাদের শিশুদের আরও ভালো রাখার জন্য না বুঝেই যেটি করছি, তাদের ফাস্ট ফুড ও প্রসেসড ফুডে অভ্যস্ত করছি। রান্না করা খাবারের পরিবর্তে দোকান থেকে চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে মজাদার খাবারগুলোতে তাদের অভ্যস্ত করছি। তারা খুশি থাকছে, আনন্দ পাচ্ছে। ফলশ্রুতিতে ফ্যাটি লিভার শিশুদের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে।
কম বয়সে যাদের ফ্যাটি লিভার হচ্ছে, ভাবিষ্যতে তাদের লিভারে কোনও সমস্যা হতে পারে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদুল হক বলেন, নিশ্চয়ই হতে পারে। কেননা, আমরা লিভার বিশেষজ্ঞরা এই বিষয়ে সম্যক অবগত যে ফ্যাটি লিভারের আলটিমেট পরিণতি হলো ন্যাশ সিরোসিস। মানে একটা পর্যায়ে লিভারটি ফাইব্রোসিস ও সিরোসিস হয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এ অবস্থায় তার পেটে পানি, পায়ে পানি, রক্তবমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা সরাসরি লিভার ক্যানসার হয়ে মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। এই যে শিশুরা, যারা জীবনের শুরুতেই ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে, তাদের এই অবস্থা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদি পাঁচ-বছর বয়স থেকেই শিশুরা ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে যায়, তাহলে বিশ-ত্রিশ বছর বয়সে ফ্যাটি লিভারের জটিলতাজনিত সিরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি।
ফ্যাটি লিভার ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।