কারও স্ট্রোক হয়েছে বুঝবেন কীভাবে
অনেকের স্ট্রোক হয়, কিন্তু বুঝতে পারে না। স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত কী কী লক্ষণ থাকলে একজন মানুষ বুঝতে পারবে তার স্ট্রোক হয়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে স্ট্রোক সম্পর্কে বলেছেন মুগদা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. নাজমুল হক বলেন, স্ট্রোকের কমন কিছু লক্ষণ আমরা সবাইকে জানাতে চাই। ফাস্ট (FAST)। এফ মানে ফেসিয়াল এসিমেট্রি বা মুখ বাঁকা হয়ে যাওয়া। মুখ বাঁকা হয়ে যাওয়া স্ট্রোকের অন্যতম লক্ষণ। এ মানে আর্ম বা হাত (আর্ম উইকনেস)। এক দিকের হাত বা পা অবশ হয়ে যাওয়া। বা একটা পা অবশ হয়ে যাওয়া বা একটা হাত অবশ হয়ে যাওয়া। এটা স্ট্রোকের লক্ষণ।
এ মানে এফাসিয়া বা কথা বলতে ডিফিকাল্টি। অথবা স্পিচ ডিফিকাল্টি। কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। এটিও স্ট্রোকের লক্ষণ। টি মানে টাইম বা সময়। এ লক্ষণগুলো দেখলেই দেরি না করে হাসপাতালে বা নিউরোলজি বিশেষজ্ঞের কাছে তাকে নেওয়া উচিত। এর বাইরে আরও লক্ষণ থাকতে পারে। তবে এ লক্ষণগুলো সবচেয়ে বেশি স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে দেখা যায়।
বিভিন্ন রোগের লক্ষণ ও তা থেকে প্রতিকারের উপায় জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।