কিডনিতে একবার পাথর হলে বারবার হওয়ার ঝুঁকি থাকে?
অনেকেই কিডনিতে নানা ধরনের রোগে ভুগছেন। কিডনিতে পাথর হয় অনেকের। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, কিডনিতে একবার পাথর হলে বারবার হওয়ার ঝুঁকি থাকে কি না।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আফজার উদ্দীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কিডনিতে একবার পাথর হলে বারবার হওয়ার সম্ভাবনা থাকে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আফজার উদ্দীন শেখ বলেন, সম্ভাবনা আছে। যাদের একবার কিডনিতে পাথর হয়, তাদের আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শতাংশ, মানে অর্ধেকেরই আবার পাথর হওয়ার সম্ভাবনা থাকে। রিকারেন্স রেট উচ্চ। রিকারেন্স বলব না, নতুন করে আবার তৈরি হয়। এটা একটা ফ্যাক্টরির মতো। যাদের একবার পাথর হয়, তাদের বারবার পাথর হতে থাকে।
অধ্যাপক ডা. আফজার উদ্দীন শেখ বলেন, তাহলে কীভাবে আমরা তাদের চিকিৎসা দিয়ে থাকি? প্রথমত আমরা যখন পাথর বের করি, অপারেশন করে অথবা যে সমস্ত পদ্ধতিতে পাথরের গুঁড়োগুলো বের করি... বিভিন্ন ধরনের ইউরিক অ্যাসিড, মিক্সড স্টোন... এগুলো আমরা টেস্ট করি, কেমিক্যাল অ্যানালাইসিস করে দেখি কোন জাতীয় পাথর। সে অনুযায়ী আমরা রোগীকে অ্যাডভাইজ দিই। যেমন কারও যদি ইউরিক অ্যাসিড পাথর হয়ে থাকে, তাহলে আমরা তার আরও কিছু টেস্ট করি। তার রক্তের ইউরিক অ্যাসিড লেভেল দেখি। তার অন্য কোনও অসুখ, গাউট বা অন্য কিছু আছে কি না, সেগুলো দেখি। সেগুলো দেখার পরে রোগীকে কিছু ওষুধ দিই, যাতে রোগীর ইউরিক অ্যাসিড বডিতে কমে যায়।
কিডনিতে একবার পাথর হলে বারবার হওয়ার ঝুঁকি আছে কি না, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।