কীভাবে বুঝবেন আপনার হেপাটাইটিস হয়েছে?
কালের পরিক্রমায় হেপাটাইটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নেব হেপাটাইটিস কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. মোহাম্মদ সাঈদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
হেপাটাইটিস কী, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ সাঈদুল হক বলেন, হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ। কোনো কারণে যদি লিভারটি আঘাতপ্রাপ্ত হয়, এর ফলে লিভারের আকার-আকৃতি বৃদ্ধি পায় এবং লিভারের কার্যক্ষমতা ব্যাহত হয়। এটাকেই হেপাটাইটিস বলা হয়। হেপাটাইটিস সাধারণত দুই ধরনের। একটি হলো অ্যাকিউট হেপাটাইটিস, আরেকটি হলো ক্রনিক হেপাটাইটিস।
ডা. মোহাম্মদ সাঈদুল হক আরও বলেন, অ্যাকিউট হেপাটাইটিস তখনই বলব, যখন দেখা যাবে অনধিক ছয় মাসের মধ্যে লিভারের প্রদাহজনিত কারণে আমাদের জন্ডিস দেখা দেবে, একইসাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে, শরীর ম্যাজম্যাজ করবে, জ্বর আসবে, খাওয়ায় প্রচণ্ড অরুচি হবে, বমি কিংবা বমি বমি ভাব লাগবে, পেটের উপরিভাগের ডান দিকে ব্যথা কিংবা ব্যথার অনুভূতি হতে পারে। এই অবস্থাটিকে আমরা সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস হিসেবে অভিহিত করি।
ক্রনিক হেপাটাইটিস কী, ডা. মোহাম্মদ সাঈদুল হক বলেন, ক্রনিক হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ দীর্ঘমেয়াদে অবস্থান করা। ছয় মাস বা ততধিক কালব্যাপী অবস্থান করে এবং এর জটিলতাস্বরূপ ক্রনিক হেপাটাইটিস কিংবা লিভার সিরোসিসের আবির্ভাব ঘটায়। সেটাই হলো ক্রনিক হেপাটাইটিস।
কী কী কারণে হেপাটাইটিস হয় আর এ থেকে মুক্তির উপায়ই বা কী, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।