কান পরিষ্কার করতে কটনবাড ব্যবহার করছেন না তো?
কানের ময়লা পরিষ্কার করতে কটনবাডের ব্যবহার আমরা প্রায়ই করে থাকে। কেউ কেউ প্রতিদিনই ব্যবহার করেন। তবে আপনি কি জানেন কানে কটনবাড ঢোকানো বিপজ্জনক? এগুলো আসলে নকশা করা হয়েছে কেবল কানের বাইরের অংশ পরিষ্কার করার জন্য। তবে কানের ভিতরে দিলে আপনি নানা সমস্যায় পড়তে পারেন। নিয়মিত কটনবাড ব্যবহার করলে কিছু ঝুঁকি থাকে।
কানে কটনবাড ঢোকানো হলে, কানের ময়লা আরও গভীরে চলে যেতে পারে। এতে কানে জ্বালা ও প্রদাহ বেড়ে যেতে পারে। এমনকি সংক্রমণের কারণ হতে পারে।
কটনবাড ঠিকমত ব্যবহার করতে না পারলে কানের ভিতরে শক্তভাবে ময়লা জমে যায়। যার ফলে শ্রবণশক্তি কমতে থাকবে। কানে ব্যথার সৃষ্টি করবে। মাথা ঘুরতে পারে। আপনি যদি এই জাতীয় কোনো অবস্থার সম্মুখীন হন তবে, ডাক্তার বা ইএনটি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
কটনবাড ব্যবহারে কানের ভিতরে ব্যাকটিরিয়া বেড়ে যেতে পারে। যার ফলে কানে খুব ব্যাথা হয়। কান সংবেদনশীল হয়ে ওঠে।
কানের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিরাপদ বিকল্প বেছে নিন। কান নিজেই নিজেকে পরিষ্কার করে। সুতরাং, আপনার কিছু করার দরকার নেই। অতিরিক্ত কানের ময়লা সাধারণত নিজেরাই অপসারণ হয়ে যায়। নিজ থেকে পরিষ্কার করতে চাইলে গোসল করার পর শুকনো কাপড় দিয়ে কান মুছে ফেলুন।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া