কীভাবে বুঝবেন বাচ্চার হাড়ে ইনফেকশন হয়েছে?
অনেকেই হাড়ের ইনফেকশনে ভুগছেন। কষ্টদায়ক এ রোগ সম্পর্কে জানতে চান অনেকেই। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
ইনফেকশন কখন বলব আর কখন সেটিকে হাড়ের ইনফেকশন বলব? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মিজানুর রহমান কল্লোল বলেন, হাড়ের ইনফেকশনকে মেডিকেল পরিভাষায় বলে অস্টিয়োমাইলাইটিস। এটা শুধু হাড়ে নয়, হাড়ের অস্টিয়োমাইলাইটিস; অস্টিয়ো শব্দটার অর্থ হলো হাড় আর মাইলো শব্দের অর্থ হলো অস্থিমজ্জা এবং আইটিস যেটা প্রদাহ হয়। একই সাথে ইনফেকশন (সংক্রমণ) ও প্রদাহ, দুটোই ঘটায়। হাড়ের ইনফেকশন দুই ভাবে হতে পারে। কিছু জীবাণু দ্বারা হতে পারে, আবার জীবাণুর বাইরে যেটা, সেটা দ্বারাও হতে পারে।
জীবাণু দ্বারা যে হাড়ের ইনফেকশন হয়, এর পেছনে কী কী কারণ আছে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মিজানুর রহমান বলেন, হাড়ের যে ইনফেকশন, এটা আসলে প্রধানত বাচ্চাদের হয়। পাঁচ থেকে ১২ বছরের বাচ্চাদের হয়। যেসব বাচ্চার পুষ্টির অভাব থাকে, যেসব বাচ্চার ফ্যামিলি পুষ্টিমান সরবরাহ করতে পারে না, তাদের এটা হয়। এ জন্য আমরা এটাকে গরিব মানুষের অসুখ বলি। বড়দের যে হয় না, তা কিন্তু নয়। ছোটদের যখন হয়, হাত-পায়ের হাড়গুলোতে বেশি হয়। বড়দের হয় ব্যাক সাইডে—মেরুদণ্ড, স্পাইন—এসব জায়গায়।
তিনি আরও বলেন, হাড়ের ইনফেকশনকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা একিউট, খুব তীব্র। আরেকটা আছে দীর্ঘস্থায়ী। আর একটা হলো এ দুটির মাঝামাঝি, সাব-একিউট। প্রধানত যে উপসর্গ দেখা দেয়, প্রথমত জ্বর হয়। আঘাতের হিস্ট্রি থাকে। অনেক সময় বাচ্চারা বলতে পারে না, আঘাত পেয়েছে। তখন জ্বর আসে। অনেক সময় জ্বরটা খুব বেশি হয়। ১০২ ডিগ্রির ওপর চলে যায়। বাচ্চা খুব ইরিটেট হয়। বাচ্চা যেহেতু ব্যথার কথা বলতে পারে না, খুব বিরক্ত হয়। কান্নাকাটি করতে পারে বাচ্চা। বমি বমি ভাব আসে বাচ্চার। আবার ঠাণ্ডা লাগে, বাচ্চার কাঁপুনি হয়। এ ধরনের দেখা যায় একিউটের ক্ষেত্রে। আর ক্রনিকের ক্ষেত্রে তো অন্য রকম। যাদের ক্রনিক, মানে দীর্ঘস্থায়ী, বিশেষ করে বয়স্কদের ক্রনিকটা বেশি হয়। তাঁদের তখন কোনও কোনও জায়গা থেকে পুঁজ বের হয়।
হাড়ের ইনফেকশন ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত বিশেষজ্ঞ মতামত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।