কী লক্ষণ দেখে বুঝবেন আপনি লিম্ফোমায় আক্রান্ত?
লিম্ফোমা শব্দটি অনেকেই শুনেছেন। কিন্তু সর্বস্তরের মানুষ লিম্ফোমা বা রক্তের ক্যানসার সম্পর্কে অতটা অবগত নন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে লিম্ফোমা সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে লিম্ফোমা বা রক্তের ক্যানসার সম্পর্কে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুজাহিদা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
লিম্ফোমা কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মুজাহিদা রহমান বলেন, লিম্ফোমা এক ধরনের বিশেষ রক্ত ক্যানসার। আমাদের শরীরে রক্তের একটা কণিকা আছে, যেটাকে লিম্ফোসাইট বলে। এই লিম্ফোসাইটের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। লিম্ফোসাইটের অস্বাভাবিক বৃদ্ধির জন্য আসলে লিম্ফোমা রোগটি দেখা যায়।
কী কী ধরনের লিম্ফোমা হয়ে থাকে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মুজাহিদা রহমান বলেন, লিম্ফোমা সাধারণত দুই ধরনের—হজকিনস লিম্ফোমা ও নন-হজকিনস লিম্ফোমা।
কী কী উপসর্গ দেখা দিলে রোগী বুঝবেন, তাঁর লিম্ফোমা হয়েছে; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মুজাহিদা রহমান বলেন, কিছু ব্যতিক্রম ছাড়া দুই ধরনের লিম্ফোমার লক্ষণগুলোই কাছাকাছি। লিম্ফোমা সাধারণত দীর্ঘদিন অনিয়মিত জ্বর নিয়ে আসতে পারে, দুর্বলতা নিয়ে আসতে পারে, ক্ষুধামন্দা নিয়ে আসতে পারে, কোনও কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাওয়া এবং যেহেতু এটি একটি লসিকা গ্রন্থির ক্যানসার, শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। যেমন ঘাড়ে, গলায়, বগলে, কুঁচকি ফুলে যেতে পারে। কিন্তু এই ফোলাগুলো পেইনলেস বা ব্যথামুক্ত হবে। এ ছাড়া পেটে চাকা হতে পারে, অণ্ডকোষ ফুলে যেতে পারে। যদি দেরি করে রোগ নিয়ে আসে, তখন কিছু জটিলতাও দেখা দিতে পারে।
রক্তের ক্যানসার কী এবং এ রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।