কোন বয়সে কোলন ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি?
অনেকেই কোলন ক্যানসারে ভুগছেন ও ঝুঁকিতে রয়েছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে কোলন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কোলন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
কোলন ক্যানসারের কি কোনও বয়সসীমা রয়েছে না কি যে কোনও বয়সেই হওয়ার ঝুঁকি রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা বলেন, আমরা জানি, বয়স্ক লোকদের ক্যানসারজাতীয় রোগ বেশি হয়, একটা বয়সের পরে। এ কারণে একটা স্ট্যান্ডার্ড আছে ওয়ার্ল্ডওয়াইড, পঞ্চাশোর্ধ্বদের ক্ষেত্রে আমরা কোলন ক্যানসার স্ক্রিনিং করি। যে কোনও বয়সে ক্যানসার হতে পারে। তবে যাদের বংশে ক্যানসার আছে, তাদের অল্প বয়সে বেশি ক্যানসার হয়। যাদের ফ্যামিলিতে ক্যানসার আছে, তাদের আমরা তুলনামূলকভাবে অল্প বয়সে... এটাও আমরা নির্ধারণ করি যে তার জন্য কত বয়সে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত, তখন আমরা রোগীদের বলি যে... কাউকে হয়তো ২৫ বছর বয়সে করি, কাউকে ১২ বছর পার হয়ে গেলে বলি যে আপনার কোলনোস্কপি করা দরকার।
কোলন ক্যানসার প্রতিরোধে কী কী করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা বলেন, প্রথমত কোলন ক্যানসার নিয়ে আমরা ভয় পাব না, কিন্তু সচেতন থাকব। আমরা সময়মতো ডাক্তারের পরামর্শ নেব। দুই নম্বর, হেলদি লাইফস্টাইল লিড করব, কায়িক পরিশ্রম করব, পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খাব, ঘুমাব। আসলে হেলদি লাইফস্টাইল সব রোগ প্রতিরোধে কার্যকর। যদি আমার কোনও উপসর্গ থাকে, সে ক্ষেত্রে অতি সত্বর ডাক্তারের সাথে পরামর্শ করব। ডাক্তার বলবে কী পরীক্ষা লাগবে, সে পরীক্ষাগুলো পর্যায়ক্রমে করে রোগ শনাক্তকরণ নিশ্চিত করব। পলিপ পর্যায় থেকে কোলন ক্যানসার হয়। আমরা যদি পলিপ পর্যায় থেকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা কোলন ক্যানসার প্রতিরোধ করতে পারব।
কোলন ক্যানসার কেন হয়, উপসর্গ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।