কোন রোগে ভুগলে পিত্তথলিতে পাথর হয়?
অনেকেই পিত্তথলির পাথরের সমস্যায় ভুগছেন। জীবন যাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আপনি পিত্তথলিতে পাথর হওয়া থেকে মুক্ত থাকতে পারেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পিত্তথলিতে পাথর কেন হয়, এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পিত্তথলির পাথর কেন হয়, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. এ কে এম ফজলে রাব্বী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
পিত্তথলির পাথর কেন হয়, এর লক্ষণগুলো কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. এ কে এম ফজলে রাব্বী বলেন, পিত্তথলির পাথর মাল্টি ফ্যাক্টরে হয়। বিভিন্ন কারণে পিত্তথলির পাথর হয়। এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ডায়েটারি ফ্যাক্টর। আমাদের যদি হাই এনার্জি ডায়েট, যেগুলো আমরা গ্রহণ করি, হাই ফ্যাটি ফুড; এগুলো পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারও যদি কোনও ধরনের অন্ত্রে অপারেশন হয়ে থাকে, কারও যদি অন্য কোনও কারণে সার্জারি হয়ে থাকে, সে ক্ষেত্রেও এর সম্ভাবনা বেড়ে যায়।
কিছু কিছু রোগের কারণে পিত্তথলির পাথর হতে পারে, সেই রোগগুলো কী কী, যার মাধ্যমে একজন সচেতন হতে পারবে যে তার পিত্তথলির পাথর হতে পারে। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. এ কে এম ফজলে রাব্বী বলেন, আমরা যেটা বলি, কোনও একটা অপারেশন, ছোটবেলায় কোনও একটা অন্ত্রে সমস্যা হয়েছিল বা পেশেন্টের কোনও অন্ত্রের সমস্যার কারণে কোনও একটা পোরশন কেটে ফেলা হয়... এ ধরনের অপারেশনের হিস্ট্রি যদি পেশেন্টের থাকে, যকৃতের যে বাইল সেটা ঠিকমতো শোষণ করে আবার রিসার্কেল হতে পারছে না, সে ক্ষেত্রে এর সম্ভাবনা বেড়ে যায়।
ডা. এ কে এম ফজলে রাব্বী বলেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীর হজমশক্তি নষ্ট হয়ে যাচ্ছে বা কোনও কারণে সে খেতে পারছে না বা আইবিএস আছে বা অন্য কোনও সমস্যা আছে; এসব ক্ষেত্রেও অনেক সময় সম্ভাবনা বেড়ে যায়।
পিত্তথলির পাথর কেন হয়, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।