চোখে ছানি পড়ে কেন
অনেকেই চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, চোখের ছানি কী এবং ছানি পড়ার কারণগুলো কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন আইডিয়াল কেয়ার সেন্টারের চক্ষু বিভাগের কনসালটেন্ট ডা. মো. ছায়েদুল হক।
ডা. মো. ছায়েদুল হক বলেন, আমাদের চোখ অনেকটা ক্যামেরার মতো। ক্যামেরার সম্মুখ পার্টে যেমন একটা লেন্স থাকে, চোখের ভেতরে এই লেন্সটা কাজ করে। লেন্সের কাজ হলো বস্তু থেকে যে আলোটা চোখে আসে, সেই আলোটাকে রিসিভ করে চোখের ভেতরে পর্দা বা রেটিনা, সেখানে এটাকে প্রক্ষেপণ করে এবং রেটিনা সিগন্যালটাকে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক তখন অবয়ব ধরতে পারে, অ্যানালাইসিস করে বলে দিতে পারে যে এই বস্তুটা এই। তো ওই যে লেন্সের ব্যাপারটা বলছি, সেটা একটা প্রাকৃতিক উপায়ে জন্মগতভাবে আমরা পেয়ে থাকি। লেন্সের কাজ হলো লাইটটাকে পাস করা এবং ফোকাসে নিয়ে আসা। ওটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটা বিষয়।
ডা. মো. ছায়েদুল হক আরও বলেন, হিউম্যান লেন্স বা মানুষের চোখের ভেতরে যে প্রাকৃতিক লেন্সটা থাকে, সেটা মেইন উপাদান হলো প্রোটিন। আমিষজাতীয়। তার সাথে পানি থাকে, অন্যান্য উপাদানও থাকে, একটা ব্যালান্স পজিশনে থাকে। এই স্বচ্ছতাটা যে মেইনটেইন করতে হবে, এই কাজটা করে দেয় অক্সিজেন, ক্যালোরি এবং ওটা একটা পাম সিস্টেমে থাকে। বেশি পানি ঢুকলেই এটা অস্বচ্ছ হয়ে যাবে। অস্বচ্ছ হয়ে যাওয়ার ব্যাপারটা নির্ভর করে আঘাতজনিত ব্যাপার যদি থাকে, জন্মগতভাবে যদি ত্রুটি থাকে, চোখে যদি প্রদাহ থাকে অথবা বয়সজনিত কারণে। অথবা ডায়াবেটিস আছে, মেটাবলিক ডিসঅর্ডার আছে, এগুলোর কারণে ছানি পড়ে।
চোখে ছানি পড়া ও হার্টের সমস্যা এবং এ রোগগুলোর প্রতিকার সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।