জেনে নিন চোখে ছানি পড়ার উপসর্গ
বয়স বাড়ার সাথে সাথে শরীরে অনেক রোগ বাসা বাঁধে। চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে আসে। অনেকের চোখে ছানি পড়ে। আজ আমরা জানব, চোখে ছানি পড়ার উপসর্গসমূহ সম্পর্কে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ নিয়ে কথা বলেছেন ডা. এম নজরুল ইসলাম।
চোখে ছানি পড়লে দৃষ্টিতে সমস্যা দেখা দেয়, রোগীর কিছু উপসর্গ থাকে, সেগুলো কী কী। সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. এম নজরুল ইসলাম বলেন, প্রথমে সাধারণত রোগীর পেইনলেস ভিশন লস হয়। আমরা যেটাকে বলি গ্র্যাজুয়াল পেইনলেস লস অব ভিশন। অর্থাৎ রোগী কিন্তু বুঝতে পারেন না, সবই দেখেন; একটু কম, একটু কম—এ রকম করতে করতে একটা পর্যায়ে অনেক কম দেখেন। ব্যথা-বেদনা সাধারণত থাকে না, যতক্ষণ না কোনো জটিল সমস্যা হচ্ছে। যদি অল্প ছানি থাকে, অনেক সময় চোখের প্রেশার বাড়তে পারে। আমরা বলি ফেকোমরফিক গ্লুকোমা। আবার যদি ম্যাচিউর হয়ে যায়, আমরা বলি ফেকোলাইটিক গ্লুকোমা। এ ধরনের যদি জটিলতা হয়, তাহলে কিন্তু অনেক ব্যথা-বেদনা হবে। এ ছাড়া সাধারণ রোগীর কোনো উপসর্গ থাকে না, চোখের দৃষ্টি কমে যাওয়া ছাড়া।
জন্মগতভাবে কি চোখে ছানি পড়া হতে পারে? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. এম নজরুল ইসলাম বলেন, হতে পারে, যদি আনফরচুনেটলি প্রেগন্যান্সি অবস্থায় মায়ের রুবেলা, মামস, মিজিলস... এগুলো যদি ইনফেকশন থাকে, জ্বর হয়, তাহলে দেখা যায় বাচ্চার জন্মগতভাবে চোখে ছানি পড়তে পারে এবং চোখে ছানি নিয়েই বাচ্চা জন্মগ্রহণ করতে পারে।
চোখে ছানি পড়া কী, এর উপসর্গ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।