পাইওনিয়ার ডেন্টালের উদ্যোগে ক্লিনিক্যাল ওয়েবিনার অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
পাইওনিয়ার ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্টের সৌজন্যে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী আন্তর্জাতিক ক্লিনিক্যাল ওয়েবিনার। ছবি : সংগৃহীত

পাইওনিয়ার ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্টের সৌজন্যে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ক্লিনিক্যাল ওয়েবিনার ‘রিসেন্ট ট্রেন্ডস : আ গেটওয়ে টু মডার্ন ডেন্টিস্ট্রি’। গতকাল শুক্রবার সারা দিনব্যাপী ভার্চুয়ালি এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ, কোরিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন বিদেশের স্বনামধন্য দন্ত্য চিকিৎসকরা নিজেদের ক্লিনিক্যাল কাজের বিশদ তুলে দেন তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কেস প্রেজেন্টেশন, আলোচনা ও নলেজ শেয়ার করেন। অনুষ্ঠানের আয়োজকরা প্রত্যাশা করেন, এ ধরনের আয়োজন দেশের দন্ত্য চিকিৎসাকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেবে

অনুষ্ঠানে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আজগর মোড়ল, ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. উম্মে কুলসুম রোজী

এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত এন্ডোডন্টোলজিস্ট ও আপডেট ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. এস এম আব্দুল কাদের রুবেল, পাইওনিয়ার ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট অর্থোডন্টিস্ট ডা. গাজী জাসেদ আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি ডা. এটিএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দেশের অন্যতম সেরা এসথেটিক্স ডেন্টিস্ট ডা. মামুনুর রশিদ।

অনুষ্ঠানটির আয়োজক কমিটিতে ছিলেন ডা. জাসেদ, ডা. নজরুল, ডা. মামুন, ডা. সিফাত, ডা. আহাদ, ডা. মিরাজ, ডা. রিফাতসহ অন্যারা।