বাংলাদেশে কোন ধরনের ক্যানসার বেশি দেখা যায়
সারা বিশ্বেই ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, বাংলাদেশে কোন ধরনের ক্যানসার বেশি দেখা যায়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ক্যানসার বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মাহবুবা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
বাংলাদেশে কোন ধরনের ক্যানসার বেশি দেখা যায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবা শারমিন বলেন, বাংলাদেশে যেসব ক্যানসার কমন, আমরা এজ অ্যান্ড সেক্স অনুযায়ী বলি, বাচ্চাদের যেমন ব্লাড ক্যানসার বা নিউরোব্লাসটোমা বা রেটিনোব্লাসটোমা; এ ধরনের ক্যানসারই বেশি দেখা যায়। আর ইয়াং এজ মেল-ফিমেল অনুযায়ী, পুরুষের যেমন জেনেট্যাল ক্যানসার বা স্টোমাক ক্যানসার বা ওরাল ক্যানসার; এগুলো কমন। আর নারীর ক্ষেত্রে ইয়াং এজে জেনেট্যাল ক্যানসার, ওভারিয়ান ক্যানসার, সার্ভাইক্যাল ক্যানসার; এগুলো কমন। আর ওল্ডার এজে স্টোমাক ক্যানসার বা পুরুষের প্রোস্টেট ক্যানসার কমন আমাদের দেশের জন্য। আর ব্লাড ক্যানসার যে কোনও বয়সেই হতে পারে।
মেয়েদের ক্ষেত্রে ক্যানসার মানেই আমরা সব সময় যেটি বুঝি, ব্রেস্ট ক্যানসার সবার আগে মাথায় আসে। বিশ্বেও দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যানসারের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আসলে কতটুকু, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবা শারমিন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও ব্রেস্ট ক্যানসার কমন। এটা ইয়াং এজ, পিউবার্টি, প্রেগন্যান্ট, ল্যাকটেটিং উইম্যান; তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যানসার কমন।
ক্যানসার প্রিভেন্ট করার জন্য আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবা শারমিন বলেন, আমাদের মেইনলি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা উচিত। হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন সবজি, ফ্রেশ ভেজিটেবলস, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা ইত্যাদি। আমাদের দেশে পলিউশনের পারসেন্টেজ অনেক বেশি। এ কারণে আমাদের দেশে ক্যানসারের হার রীতিমতো বেড়ে যাচ্ছে। আমরা যেমন করোনার জন্য মাস্ক ব্যবহার করছি, কিন্তু সব সময় মাস্ক ব্যবহার করতে পারলে ভালো। কারণ, পলিউশনের ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল।
ডা. মাহবুবা শারমিন যুক্ত করেন, পারসোনাল হাইজিন; আমরা সবাই জানি পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এ কারণে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ক্যানসার প্রিভেনশনের ক্ষেত্রে অনেক উপকারে আসে। আর স্মোকিং, তামাকের কারণে ফুসফুসের ক্যানসারের সাথে ওরাল ক্যানসার হয়। ভাইরাল ইনফেকশন বা যে কোনও ইনফেকশনের জন্যও আমাদের বিভিন্ন ধরনের ক্যানসার হতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া; এসব কারণে ব্লাড ক্যানসার বা বিভিন্ন ধরনের ক্যানসারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।