বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এসব খাবার খান
বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ সাধারণত উদ্বিগ্ন হয় বা টেনশনে ভুগে থাকে। আর এ সময় স্বাভাবিক খাওয়া-দাওয়ার ইচ্ছে অনেকের চলে যায়।
টানা না খেয়ে থাকলে আমরা শুধু খিটখিটেই হয়ে যাই না, সহজে মেজাজও হারিয়ে ফেলি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খালি পেটে থাকলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।
এ জন্য ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো করে খাওয়া-দাওয়া করুন। এমনটাই জানাচ্ছে বার্তা সংস্থা ইউএনবি।
এখন কথা হচ্ছে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কী খাবেন? অতিরিক্ত কিছু খাবেন না। আগে দেখে নিন, শেষ কখন খেয়েছেন, আরো একবার খাওয়ার সময় আপনার হয়ে গেছে কি না। খাওয়ার সময় হয়ে গেলে স্বাভাবিক খাওয়া-দাওয়া করুন।
অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে মন শান্ত হয়, সিদ্ধান্ত নিতে সুবিধে হয়। রেড মিট, চিকেন স্যুপ, চকলেট, বাদাম, কলায় অ্যামিনো অ্যাসিড রয়েছে।