বয়সভেদে হাঁটুর কী কী সমস্যা হয়
হাঁটুতে ব্যথা এখন সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। শুধু বয়স বাড়লেই যে হাঁটুব্যথা হয়, তা নয়। ইদানীং কম বয়সীদেরও এ ধরনের সমস্যায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, বয়সভেদে হাঁটুর কী কী সমস্যা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হাঁটুর বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বলেছেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. পারভেজ আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
হাঁটুর কী ধরনের রোগীরা সবচেয়ে বেশি আপনাদের কাছে আসে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. পারভেজ আহসান বলেন, রোগীরা আমাদের কাছে আসে বয়সভেদে। যাদের বয়স কম, তারা একধরনের সমস্যা নিয়ে আসে। যাদের বয়স বেশি তারা আরেক ধরনের সমস্যা নিয়ে আসে। বয়সভেদে আমরা দুভাগে ভাগ করি। যাদের বয়স কম, তারা খেলাধুলা করে, তারা দৌড়ঝাঁপ করে, তারা হোন্ডা চালায়; বিভিন্ন কাজ তারা করে প্রতিনিয়ত। তাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে আঘাতজনিত কারণে তাদের হাঁটুর সমস্যা হচ্ছে। আর যাদের বয়স হয়ে যায়, তাদের হাঁটু দীর্ঘদিন ব্যবহার করার ফলে হাঁটুটা ক্ষয় হচ্ছে, তাদের আবার আরেক ধরনের। যেসব সমস্যা সাধারণত বয়সকালে হয়, সেগুলোকে আমরা সাধারণত অস্ট্রোয়ার্থাইটিস বলি।
অধ্যাপক ডা. পারভেজ আহসান বলেন, আমাদের কাছে যদি অস্ট্রোয়ার্থাইটিস প্রাথমিকভাবে আসে, আমরা সব সময় একটা অসুখকে তিনটা গ্রেডে ভাগ করি অল্প সমস্যা, মাঝারি সমস্যা ও বেশি সমস্যা। যাদের অল্প সমস্যা, তারা বলে যে দৈনন্দিন জীবনে আমার সামান্য ব্যথা হচ্ছে, হাঁটতে-চলতে সিঁড়ি দিয়ে উঠতে-নামতে আমার কিছু অসুবিধা হচ্ছে। যাদের একটু মাঝারি সমস্যা, তারা বলছে যে আমার সমস্যাটা আরও বেশি, আরও একটুতে একটু সমস্যা বেড়ে যাচ্ছে, সিঁড়িতে উঠতেই আমার ব্যথা বেড়ে যাচ্ছে, নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এবং আমি যদি উঠতে-বসতে, যখন সকালে উঠি বা ওঠাবসার কাজে আমার সমস্যা হচ্ছে, এটা হচ্ছে মাঝারি। কিন্তু যাদের বেশি, তারা বলে আমার সব সময় ব্যথা হচ্ছে।
হাঁটুব্যথার কারণ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।