যেসব কারণে পায়ুপথে রক্তক্ষরণ হয়
পায়ুপথে রক্তক্ষরণের অনেক কারণ আছে। খুব সাধারণ কারণও হতে পারে, আবার অত্যন্ত জটিল-গুরুতর কারণও হতে পারে। আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. সালমা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত।
কী কী কারণে সাধারণত পায়ুপথে রক্তক্ষরণ হয়? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. সালমা সুলতানা বলেন, প্রথমে আমি বলব, খুব সাধারণ কারণেই রক্তক্ষরণ হয়। সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমরা যত রোগী দেখি, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। শক্ত পায়খানা হওয়ার কারণে মাঝেমধ্যে মলদ্বারে রক্তক্ষরণ হয়। আরেকটা হয়, অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য ছাড়াও রক্তক্ষরণ হচ্ছে। সেটা হয় পাইলসের কারণে, হেমোরয়েডের জন্য। সেটাতেও কোষ্ঠকাঠিন্য হয়, আবার কোষ্ঠকাঠিন্য ছাড়াও... হেমোরয়েড মানে মলদ্বারে রক্তশিরা ফুলে থাকা। সেখান থেকেও রক্তক্ষরণ হতে পারে।
ডা. সালমা সুলতানা আরও বলেন, অনেক সময় দেখা যায়, কিছু লিভার ডিজিজের জন্য; রক্ত জমাট বাঁধার কিছু কারণে... রক্ত জমাট বাঁধছে না বা রক্তক্ষরণের প্রবণতা আছে। আরেকটা যেটা সবচেয়ে গুরুতর কারণ বলে মনে করি, রেকটাম বা কোলনে বা মলদ্বারের ক্যানসারের কারণে রক্তক্ষরণ হয়।
পায়ুপথে রক্তক্ষরণ কেন হয়, কোন পর্যায়ে গেলে ডাক্তারের কাছে যেতে হবে এবং পায়ুপথে রক্তক্ষরণ হলে করণীয়ই বা কী, তা জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।