সোরিয়াসিসের ভুল চিকিৎসায় যে সমস্যা হয়
সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। কনুইয়ে, হাঁটুতে, মাথার পেছনে চামড়া মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে সোরিয়াসিস সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
দেরিতে বা ভুল চিকিৎসায় কী ধরনের সমস্যা হতে পারে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. ইমদাদুল হক বলেন, এসব রোগ দেখলে তার আত্মীয়-স্বজন বা ধরেন একটা ছেলের হলো, তার ওয়াইফই তাকে অ্যাভয়েড করবে। স্ত্রী বলবে, তুমি আলাদা বিছানায় থাকো। তুমি আমার সাথে থাকবা না। সোশ্যালি কোনও একটা জায়গায় গিয়ে... তার সাথে কেউ হ্যান্ডশেক করবে না। ভাববে, আমারও হয়ে যাবে। সে ক্যাপ পরে থাকে। মাথায় হলে, সেটা ভিজিবল। চুল বড় করে রাখলেও বোঝা যায় তার এটা হয়েছে। তার সাথে অন্যরা মিশতে চায় না, হ্যান্ডশেক করতে চায় না, কথা বলতে চায় না।
ডা. ইমদাদুল হক আরও বলেন, সে হয়তো ড্রাগ ঠিকমতো খায় না। আমি হয়তো দিলাম এক ডোজে, সে ভাবল, আমি হয়তো তাড়াতাড়ি ভালো হয়ে যাব, বেশি বেশি করে খাই। দেখা গেল যে সে দুই সপ্তাহ পর আমার কাছে জন্ডিস নিয়ে আসছে। আরেকটা হলো, চিকিৎসা না করার কারণে টোটালি সে হ্যান্ডিক্রাফট হয়ে যেতে পারে। তার বিভিন্ন অরগান ফেইলিউর হয়ে যেতে পারে। সোরিয়াসিস থেকে তার মাল্টি-অরগান ড্যামেজ হয়ে যেতে পারে।
সোরিয়াসিস কী, সোরিয়াসিস কেন হয়, এ থেকে মুক্তিতে আধুনিক চিকিৎসাই বা কী, এসবের বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।